হাফিজুর রহমান আবু হানিফা- সুুনামগঞ্জ জেলার নবগঠিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় শুক্রবার সকাল সাড়ে ১১ টায় স্থানীয় সংসদ সদস্য বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এই উপজেলা মিনি স্টেডিয়ামটির নির্মান কাজের ভিত্তপ্রস্তর স্থাপন করেন, নির্মান কাজে ব্যয় ধরা হয়েছে এক চল্লিশ লক্ষ্য টাকা, যেখানে একটি ক্রীড়া ভবন একটি মিনি প্রেভেলিয়ন তৈরি করা হবে।
এতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বরকত উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলআমীন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী তহুর আলি, সাধারন সম্পাদক আতাউর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি বোরহান উদ্দিন দোলন, সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুজন, সেচ্ছাসেবকলীগের রাজা মিয়া, মারুফ হোসেন মুজিব, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ছাত্রলীগ নেতা সোহেল, নাঈম প্রমুখ।
এছাড়া অর্থ-প্রতিমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী জুয়েল আহমেদ ও একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, ও দোয়া পরিচালনা করেন শান্তিগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ হাফিজুর রহমান আবু হানিফা, এলাকার স্থানীয় গণ্যমান্য এবং সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।