নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মানবাধিকার শায়েস্তাগঞ্জ থানা কাউন্সিল ও কমিশনের যৌথ উদ্যোগে একদল কর্মী নূরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের সপ্তম শ্রেনীর ছাত্র আকাশের মৃত্যুর ঘটনা পর্যবেক্ষণ করেন।
শুক্রবার দুপুর ২টা দিকে সুরাবই গ্রামের সপ্তম শ্রেনীর ছাত্র মৃত আকাশের বাড়িতে মানবাধিকার কাউন্সিল ও কমিশন যৌথ সংগঠনের একদল কর্মীরা পর্যবেক্ষণ করেন।
মানবাধিকার কর্মীরা স্কুল ছাত্র আকাশের মৃত্যুর ঘটনা জানতে চাইলে,আকাশের দাদা মৌলভী আব্দুল মান্নান সুতাং বাজারের বিলাল ডাক্তার কাছে চিকিৎসায় থেকে শুরু করে গতকাল শুক্রবার পর্যন্ত কি কি হয়েছে কিভাবে মারা গেছে,মামলা কতটা হয়েছে সব কিছু মানবাধিকার কর্মীদের কাছে তুলে ধরেন।
আকাশের পিতা ফজলু মিয়া মানবাধিকার কর্মীদেরকে ধরে কাঁদতে শুরু করেন।এ কান্নার যেন শেষ নেই।কান্না করেন আর বলেন আমি কি আমার ফুলা মারার বিচার পাবনা?আমি গরীব দেইখ্যা বিলাল ডাক্তর বাইচ্চা যাইবয়?
শায়েস্তাগঞ্জ থানা মানবাধিকারের সভাপতিদের বক্তব্যে তারা বলেন, এইটা একটি দুঃখজনক ঘটনা যেটা তদন্ত করে এবং আকাশের পরিবার ও এলাকাবাসীর কাছ থেকে জানতে পারলাম সুতাং বাজারে ভুয়া ডাক্তার বিলালের অপচিকিৎসায় দাত পালানোর ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে স্কুল ছাত্র আকাশ মারা যায়।
অপচিকিৎসক বিলালের যেন দৃষ্টান্ত শাস্তি পায় এ ব্যবস্থা নিশ্চিত করতে যতটুকু চেষ্ঠা করার শায়েস্তাগঞ্জ থানা মানবাধিকার কাউন্সিল ও কমিশন যৌথ ভাবে আমরা করে যাব।পরিশেষে আকাশের পরিবারকে সমবেদনা জানান এবং তাদের পাশে মানবাধিকার সংগঠণ সবসময় থাকবেন বলে জানান৷
পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ থানা মানবাধিকার কমিশন এর সভাপতি মোঃ আব্দুর রকিব,শায়েস্তাগঞ্জ থানা মানবাধিকার কাউন্সিল এর সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মঈনুল হাসান রতন,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এম.এ.আর মাসুক,সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু,যুগ্ম অর্থ সম্পাদক আব্দুস সালাম মজনু, ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক আল আমিন সোহাগ প্রমুখ।
এলাকাবাসীর পক্ষে আরো উপস্থিত ছিলেন,আকাশের বাবা ফজলু মিয়া,দাদা মৌলভী আব্দুল মান্নান,নিজামুল ইসলাম বেলাল,এম এম হেলাল,উজ্জল মিয়া,জহিরুল ইসলাম সুজন,ফেরদুস উল্লাহসহ আরো অনেকে।
উল্লেখ্য, গত ১৬মে মঙ্গলবার শায়েস্তাগঞ্জ থানাধীন সুরাবই গ্রামের ১৩ বছরের আকাশ নামে এক শিশু ডাঃ বিলালের ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয় বলে অভিযোগ করে মামলা করেছেন।শিশু আকাশ আলহাজ্ব আফরাজ আলী হাইস্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র ছিল।