অনলাইন ডেস্ক : সৌদি আরবে আগামীকাল শুক্রবার সন্ধ্যা থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। সৌদি আরবের সুপ্রিম কোর্টের বরাত দিয়ে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
খবরে বলা হয়েছে, শুক্রবার থেকে তারাবি নামাজ ও রাতে সেহেরি খাবে সৌদি আরবের লোকজন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও একই নিয়ম ও সময়ে প্রবিত্র এ মাস গণনা হবে। ১.৬ বিলিয়ন মুসলমান এ রোজা পালনের অপেক্ষায় রয়েছেন।
এদিকে, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি খাতের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রমজানে নতুন কর্মঘণ্টা ঘোষণা করা হয়েছে।
দেশটির সরকারি মানবসম্পদ কর্তৃপক্ষ বলছে, সংযুক্ত আরব আমিরাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অফিস করবেন।