ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৮ কেজি গাঁজাসহ সুজন মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে উপজেলার রতনপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সুজন রতনপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সাজেদুল ইসলাম পলাশ জানান, দুপুরে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারি পরিদর্শক (এস আই) কামরুল হাসানের নেতৃত্বে সুজনকে গাঁজাসহ আটক করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।