মনিরুল ইসলাম শামিম ॥ বাহুবলে প্রতি বছরের ন্যায় এবারও ডেলিভারির সময়ে মাতৃ মৃত্যুর উপর অডিট করেছে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ বিভাগ।
বুধবার অডিট টিম মায়েদের বাড়ীতে গিয়ে সরেজমিন পর্যবেক্ষণ করেন। মাতৃমৃত্যুর উপর অডিট টিমের নেতৃত্বে ছিলেন বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, মা-মনির উপজেল ফেসিলিটেটর (সার্ভিস ডেলিভারী এইচএস প্রকল্পের কোয়ালিটি ইমপ্রোভমেন্ট) মোঃ জহিরুল আলম সিকদার, মা-মনি এইচএসএস প্রকল্পের এইচআইএস কো-অর্ডিনেটর মোঃ শাকিউল কবীর। টিমের কার্যক্রম প্রত্যক্ষ করেন দৈনিক হবিগঞ্জের বাণীর স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম শামিম।
পর্যবেক্ষণে দেখা যায় অধিকাংশ মায়ের মৃত্যু হয়েছে দেরিতে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে। আবার কিছু কিছু মুত্যু হয়েছে স্থানীয় চিকিৎসকদের ভুল পরামর্শের কারণে। বিগত মে ২০১৬ইং হতে এপ্রিল ২০১৭ইং পর্যন্ত বাহুবল উপজেলায় মাতৃ মৃত্যু হয়েছে ৮ জন।
উল্লেখ্য মা-মনি এইচএস প্রকল্প মা ও শিশু মৃত্যু হৃাস কল্পে স্বাস্থ্য ও পঃ পঃ বিভাগের সাথে কাজ করে আসছে।