মনিরুল ইসলাম শামিম ॥ হবিগঞ্জের বাহুবলের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে ভাদেশ্বর ইউনিয়ন।
এ উপলক্ষে বুধবার (২৪ মে) বাহুবল উপজেলা পরিষদ মাঠে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধুতে ৭টি ইউনিয়নের চ্যাম্পিয়ন ও বঙ্গমাতায় ৭টি ইউনিয়নের চ্যাম্পিয়ন দলকে নিয়ে এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়। টুর্ণামেন্টের বঙ্গবন্ধু কাপে ভাদেশ্বর ইউনিয়নের আলিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে রাজসুরত সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও বঙ্গমাতা কাপে একই ইউনিয়নের পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে খরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন উপজেলা চেয়ারমান মোঃ আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ শফিউল্লাহ, উপজেলা শিক্ষা নূর মোঃ রুহুল ছগীর, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ নজরুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার আব্দুল ওয়াহেদ, রিংক দাশ, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, এফআইভিডিপি অফিসার জামাল উদ্দিন।
উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সমরেশ ভট্টাচার্য, হাফিজুর রহমান, মাওলানা নূরুল আমীন, নিলুফার ইয়াছমিন, রুহুল আমীন আখঞ্জী, জমির হোসেন, বিকাশ চন্দ্র দেব, আব্দুস সামাদ, সহকারি শিক্ষক আব্দাল মিয়া, মোফাজ্জল হক, সানু মিয়া, আবুল কাসেম, সাংবাদিক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, সামিউল ইসলাম প্রমুখ।