মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ও জগদীশপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৪ মে) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়ন পরিষদের হলরুমে ২০১৭-১৮ অর্থ বছরে ১ কোটি ৭৪ লক্ষ ৯৬ হাজার ২শ ৪০ টাকার বাজেট পেশ করা হয়।
এ বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আপন মিয়া। ইউপি সচিব শাহজাহান মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য মহি উদ্দিন কামাল, উপজেলা জাপা সাধারণ সম্পাদক আক্তার হোসেন মনির, আওয়ালীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এনামূল হক শাহরাজ,সাবেক মেম্বার আঃ রশিদ,সমাজ সেবক মোস্তাফিজুর রহমান বাদশা,তানভীর সোহেল,সাংবাদিক সানাউল হক চৌধুরী,হামিদুর রহমান,ইউ/পি সদস্য সেলিনা আক্তার,বোরহান উদ্দিন ভূইয়া,আবু নাছির জালাল,ইদ্রিছ আলীপ্রমুখ।
একই দিন উপজেলার জগদীশপুর ইউনিয়নে ২ কোটি ১৫ লক্ষ ৪৭ হাজার ৩৯৪ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন চেয়ারম্যান সফিকুল ইসলাম।ইউপি সচিব এমরান হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মালেকা আজিজ,তাহেরা বেগম,আজিদা বেগম,আপন মিয়া,আক্তার হোসেন,নারায়ণ কর্মকার,আবু তাহের প্রমুখ।