চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে দোকান সংক্রান্ত বিরোধের জেরধরে আপন খালাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে তার দুই ভাগিনা।
বুধবার সকাল সাড়ে ১০টায় চুনারুঘাট পৌর শহরের মধ্যবাজার এলাকার মা ভেরাইটিজ ষ্টোরে মৃত আব্দুল কাদির তালুকদারের মেয়ে শেফা আক্তার (৪২) তার ভাগিনা মোঃ শামীমের কাছে যায় এবং দোকান ছাড়ার জন্য বলেন।
এ সময় তার ভাগিনা শামীম (৩৮) ও শিহাব (২৬) ক্ষিপ্ত হয়ে শেফা তালুকদারকে রামদা দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে।
এ সময় শেফার শোরচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত শেফাকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করে।
খবর পেয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মোঃ শামীমকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা হয়েছে। উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে মৃত আব্দুল কাদির তালুকদারের মেয়ে শেফা আক্তার তালুকদার ও তার আপন ভাগিনা শামীমের মধ্যে চুনারুঘাট পৌর শহরে মা ভেরাইটিজ ষ্টোরের দোকান নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।