নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামে পারিবারিক কলহের জের ধরে জাফর আহমেদ (২০) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই এলাকার নুরুল হুদা’র পুত্র। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে এঘটনাটি ঘটে।
জানা যায়, প্রায় ৫/৬ মাস আগে নিহত জাফর মিয়া একই গ্রামের আবুল মিয়ার কন্যা আসমা আক্তারের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত।
গতকাল সকালে তার স্ত্রী আসমা আক্তার রাগ করে তার পিত্রালয়ে চলে যায়। এতে জাফর ক্ষিপ্ত হয়ে সকলের অগোচরে কীটনাশাক পান করে ছটফট করতে থাকে। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।