হবিগঞ্জ প্রতিনিধি: মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মাকে চিরদিনের মত হারিয়ে বাবার কুলে ফিরেছে শিশু আব্দুর রহমান জিহাদ (৩)। সোমবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় পুলিশ হেফাজতে থাকা জিহাদকে কুলে নিয়ে বাড়ী ফিরেছে বাবা এম এ রহিম। এর আগে সোমবার দুপুর ১২টার দিকে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলাধীন লস্করপুর নামকস্থানে বাসের চাকা পামচার হলে বাসটি খাদে পড়ে যায়। এতে শিশু সন্তান জিহাদকে বাচিয়ে না ফেরার দেশে চলে যান মা সেলিনা বেগম (৩৫)।
নিহত নারী ও শিশুটির পরিচয়ের জন্য সঙ্গে সঙ্গে বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুরুত্বের সাথে প্রচার করা হয়। অবশেষে রাতে পরিচয় মিলেছে তাদের। নিহত সেলিনা বেগম ও শিশু পুত্র জিহাদ সুনামগঞ্জ সদর উপজেলার দশজুড়িয়া গ্রামের এম এ করিমের স্ত্রী-পুত্র। মঙ্গলবার সকাল ১০টার দিকে লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশু জিহাদকে দেয়া হয়েছে পিতা এম এ করিমে কুলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চত করে বলেন, শিশু জিহাদ ও নিহত সেলিনা বেগমের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।