সংবাদদাতা : আন্তরজাতিক মাতৃভাষা দিবস ২০১৫ উপলক্ষে এ জেড টি কিন্ডার গার্ডেন চুনারুঘাট,
কতৃক ভাষা শহীদের স্মরনে শহীদ মিনারে পুস্পতক অপর্ণ করা হয়। পুস্পতক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন সাবেক চেয়ারম্যান জনাব মোতাব্বির হোসেন, অধ্যক্ষ জনাব আব্দুল ওয়াহেদ তরফদার, জনাব স্বপন তরফদার, জনাব বশির আহমেদ এবং স্কুলের ছাত্র ছাত্রীবৃন্দ।
উল্লেখ,পুস্পতক শেষে ছাত্র ছাত্রীবৃন্দ মধ্যে চিত্রাংখন এবং বাংলা কবিতা আবৃতি প্রতিযোগিতা আয়োজন
করা হয়।প্রতিযোগিতার শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়,এতে উপস্থিত ছিলেন-প্রধান অতিথি সৈয়দা মিনা, বিশেষ অতিথি ছিলেন গ্রামীন ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্হাপক সৈয়দ ফরহাদ, আশার সিনিয়র অফিসার রিপন তরফদার এবং স্কুল এর প্রতিষ্ঠাতা জনাব এন তরফদার স্বপন, সহকারী অধ্যক্ষ শাহ পলাস ও রুয়েল তালুকদার এবং রাহুল।
উক্ত আলোচনা সভার শেষে প্রতিযোগিতাদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।