খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট ॥ চুনারুঘাটে জাঁকজঁমকভাবে দুই দিন ব্যাপী ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপ্ত হয়েছে। ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এ স্লোগানকে প্রতিপাদ্য করে বুধবার দুপুর ১১টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা এনামুল মোস্তফা শহীদ অডিটরিয়ামে সপ্তাহের সমাপ্ত উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হকের সভাপতিত্বে ও রানীগাঁও মামুদ চৌধরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু তাহের।
শুভেচ্ছা বক্তব্য রাখেন-অগ্রনী উচ্চ বিদ্যালয়ের প্রধান পঙ্কজ নাহা। বিশেষ অতিথি ছিলেন-উপজেলা গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক এম মালেক, বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান সত্যেন্দ্রে দেব, ডিসিপি হাই স্কুলের প্রধান আব্দুল মতিন, রানীগাঁও মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ, আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোস্তাক আহাম্মদ তরফদার মাসুম, শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হক চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে মেলার ২০টি স্টলের মধ্যে অগ্রনী উচ্চ বিদ্যায়র ১ম স্থান, ডিসিপি হাই স্কুুল ২য় স্থান ও আদর্শ উচ্চ বিদ্যালয় শ্রীকুটা ৩য় স্থান অর্জন করে। এছাড়াও মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজসহ বাকী স্কুলগুলোকে উদ্দীপনা পুরুস্কার প্রধান করা হয়।