নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে চুরির ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে বাজারের নৈশ প্রহরী ইকরাম উদ্দিন(৪৫)কে আটক করেছে পুলিশ। সে ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত তরমুজ উল্লার পুত্র।
বুধবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,গত সোমবার রাতে ইনাতগঞ্জ বাজারের ব্যবসায়ী মসিক মিয়ার মুদি দোকানে সামনের সাটার ও তালা ভেঙ্গে চুরি সংঘটিত হয়।
খবর পেয়ে সকালে ইনাতগঞ্জ ফাঁড়ীর এসআই ধর্মজিৎ সিনহা বাজার কমিটির লোকজনের উপস্থিতিতে সামনের সাটার ভেঙ্গে চুরি সংঘটিত হওয়ায় নৈশ প্রহরীদের সন্দেহের তালিকায় নিয়ে আসেন। পরে এসআই ধর্মজিৎ সিনহা নিযুক্ত ৬জন নৈশ প্রহরীকে ফাঁড়ীতে নিয়ে যান। তাদের জিঞ্জাসাবাদ শেষে ৫জনকে বাজার কমিটির জিম্মায় ছেড়ে দিলেও ইকরাম উদ্দিনের কথায় সন্দেহের সৃষ্টি হলে তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন।
এসআই ধর্মজিৎ সিনহা জানান,আটককৃত ইশরাম উদ্দিনের বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। কাজীর বাজার দোকানে সংঘটিত চুরির সাথেও সে জড়িত আছে। রহশ্য উদঘাটন করতে ইকরাম উদ্দিনকে রিমান্ডে এনে জিঞ্জাসাবাদ করা হবে বলে তিনি জানান।