বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের বাহুবলে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় বাহুবল থানা কম্পাউন্ডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে ও ইন্সপেক্টর (তদন্ত) বিশ্বজিত দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা, বাবুল কুমার দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আসকার আলী, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর।
উপস্থিত ছিলেন এসআই কাজী জিয়াউর রহমান, গৌরাঙ্গ কুমার বসু, মোঃ আব্দুল রহিম, শেখ আতাউর রহমান, মোজাম্মেল হক, তারেক পারভেজ, মোঃ জহিরুল ইসলাম, রাজকুমার, এএসআই গোপাল কৈরী, নজরুল ইসলাম, মোঃ সাইদুল হক প্রমুখ।
কেয়া চৌধুরী এমপি, বাহুবল মডেল থানার পুলিশ সদস্যদের জন্য খেলাধুলার সামগ্রী, জার্সি ক্রয়ের জন্য ১০ হাজার টাকা এবং থানায় আগত লোকজনের বসার জন্য একটি সেড নির্মাণের জন্য আরো ৬০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।