নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র শান্তি পাড়া এলাকায় সোমবার সন্ধ্যা রাতে খানঁ মঞ্জিলে এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরের দল বাসার পিছনের নিরাপদ রাস্তায় গিয়ে গাছ টপকিয়ে দু’তলায় উঠে জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে চোরের দল ঘর তছনছ করে প্রায় ১৫ ভড়ি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকা, দু’টি দামী মোবাইল সেট, ৩০ পাউন্ডসহ কমপক্ষে ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের এসআই প্রদ্যুত ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ধারনা করা যাচ্ছে, স্থানীয় বা আশপাশ এলাকার মাদকসেবী ও একটি সংঘবদ্ধ চোরের দল পরিকল্পিতভাবে উক্ত চুরি ঘটনা সংঘটিত করেছে।
বিভিন্ন সুত্রে জানাযায়, সম্প্রতিকালে শহর এবং শহরতলীর আশপাশ এলাকায় মাদক সেবীদের অবাধ বিচরণ লক্ষ্য করা যাচ্ছে। শহরের শিবপাশা, নহরপুর সড়ক, অভয়নগর এলাকা, রাজনগর গ্রামের সুরুজ এর বাড়িতে ইয়াবা সেবন বিক্রির আড্ডা, নতুন বাজার মদের পাট্রা এলাকা, হাসপাতাল সড়কসহ বিভিন্ন সড়কে মাদকসেবীদের আনাগোনা বেড়ে গেছে। এদের মধ্যে উঠতি বয়সের ছেলেরা মাদক ও জুয়ার পাশাপাশি চুরি’র সাথে জড়িয়ে পড়েছে।
এছাড়া বানিয়াচং সড়কে একটি ভেরাইটেজ দোকানে দিবারাত্রি কেরামবোর্ড ও টিভিতে ক্রিকেট খেলায় জুয়া আড্ডা বসে।
উল্লেখ্য, খান মঞ্জিলের গৃহকর্তা স্বপরিবারে উপজেলার খেশবচর গ্রামে এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে সেখানে গেলে বাসা তালা বদ্ধ ছিল। দাফন শেষে রাত ৮টার দিকে ফিরে এসে ঘরের মালামাল তছনছ এবং উল্লেখিত মালামাল নাই দেখতে পেয়ে পুলিশে খবর দেন।