বানিয়াচঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে ২০১৬-২০১৭ অর্থ বছরের আইসিটি প্রশিক্ষন সমাপ্ত হয়েছে।
সোমবার দুপুরে ইউআইটিআরসিই ভবনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচঙ্গ উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শুকুরানার সভাপতিত্বে ও একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মান্নান চোকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এস এম খোকন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরী, শিক্ষক বিপুল ভূষন রায়, বিএসডি মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোবাশির আহমদ, শিক্ষক আব্দুল গণি, আব্দু ছালাম, আব্দু রউফ প্রমুখ।