মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাও গ্রামে শনিবার দুপুরে কিটনাশক পান করে ছাঁও মিয়া (৪০) নামে এক ব্যক্তি আত্নহত্যা করেছে।
সে ওই গ্রামের মৃত তরমিজ উল্লাহর ছেলে।
এলাকাবাসী জানায়, শনিবার দুপুর বেলায় বাড়ীর ঘরের একটি কক্ষে দরজা বন্ধ করে সকলের অগোচরে ছাঁও মিয়া ধানী জমিতে মারার কিটনাষক পান করে ছটফট করতে তাকে।
বাড়ীর লোকজন আচ করতে পেরে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে পোষ্টমর্টেম রিপোর্টের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। তার আত্মহত্যার কারন জানা যায়নি।