ফখরুল আলম, বিশেষ প্রতিনিধি যুক্তরাজ্যে থেকে:- শপশেয়ার বাংলাদেশী ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে সিলেটের কৃতি সন্তান ক্রীড়াবিদ এডভোকেট মাহফুজুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে গত রবিবার স্যূইজভ্যারী শহরের স্থানীয় একটি রেষ্টুরেন্টে।
‘শপশেয়ার বাংলাদেশী ওয়েলফেয়ার সোসাইটির’ সভাপতি সুফু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছয়ফুল হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত সংবর্ধনা সভায় সিলেট ক্রীড়াবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট মাহফুজুর রহমান কে সম্মাননা প্রদান করা হয়।
‘শপশেয়ার বাংলাদেশী ওয়েলফেয়ার সোসাইটির’ এর দেয়া সংবর্ধনা সভায় প্রবাসীদের আন্তরিকতা আর ভালবাসায় মুগ্ধ হয়ে প্রাধান অতিথি বলেন- প্রবাসীরা যেমন রেমিডেন্স পাঠিয়ে দেশকে সস্মৃদ্ধ করেছে, ঠিক তেমনি বাংলাদেশের ইতিহাস- ঐতিহ্য প্রবাসের মাঠিতে লালন করে নিজ দেশকে বিশে^র কাছে পরিচিত করে তোলছে।
সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জি.এস.সি উইরাল শাখার চেয়ারপার্সন কয়ছর মিয়া, জি.এস.সি চেষ্টার এন্ড নর্থ রিজনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা সাব্বির আহমেদ চৌধুরী, জহুরুল হোসেন চৌধুরী, তরিকত উল্লাহ প্রমুখ।
সংবর্ধনা সভা শেষে ‘শপশেয়ার বাংলাদেশী ওয়েলফেয়ার সোসাইটির’ নেতৃবৃন্দরা প্রধান অতিথি এডভোকেট মাহফুজুর রহমান এর হাতে সম্মাননা ক্রেষ্ট তোলেদেন।
সবশেষে এক আনন্দঘন নৈশ্যভোজের মধ্যেদিয়ে অনুষ্টানের সমাপ্তিঘটে।