মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর পাহাড়ী অঞ্চল খ্যাত পানিউমদা ইউনিয়নের টেকইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ শ্রেণীর ছাত্রকে এক প্রভাবশালী লন্ডন প্রবাসী কর্তৃক বেদড়ক ভাবে মারপিটের ঘটনায় ফুসে উঠেছে এলাকার সব শ্রেণী পেশার মানুষ।
তার উপযুক্ত বিচারের দাবীতে শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গনে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
অত্র শিক্ষা প্রতিষ্টানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কনা মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্টানের প্রধান শিক্ষক নুরুল ইসলাম।
এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি কনা মিয়া, অভিবাবক সদস্য নছর উল্লা টেকা মিয়া, আব্দুল জলিল, আজমান উল্লাহ, শাহিদ উল্লাহ, নফিছ উল্লাহ, উছমান উল্লাহ, চাঁন মিয়া, রয়মান উল্লাহ, ইমান উল্লাহ, আজিদ উল্লাহ, এলাইচ মিয়া, শাহনুর মিয়া, ছাও মিয়া, সিরাজ উল্লাহ, আঃ শাহিদ ইজাজ উল্লাহ, শেখ ফরিদ, রুবেল আহমদ, আবুল কালাম শিশু, আব্দুল আজিজ প্রমুখ।
সমাবেশে বক্তারা শিশু ছাত্রকে মারপিটের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্ভে এর সুষ্ট বিচার দাবী করেন। অন্যতায় স্কুল ছাত্র ধর্মঘটসহ আরো কঠোর কর্মসুচী দেয়ার হুসিয়ারি দেয়া হয়।
উল্লেখ্য, গত ১৮/০২/২০১৪ ইং বুধবার টেকইয়া গ্রামের মনসুর আলমের ছেলে টেকইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ শ্রেণীর ছাত্র মিজানুর রহমান শুভকে গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের লন্ডন প্রবাসী প্রভাবশালী আব্দুর রউফ ও তার বিলাস বহুল গাড়ির চালক পানিউমদা গ্রামের বহু অপকর্মের হুতা পিয়ার আলীর ছেলে জামাল মিয়া তার গাড়িতে ধুলা দেয়ার কতিত অপরাধে বেদড়ক ভাবে মারপিক করে। এতে সে মারাত্মক আহত হয়। বর্তমানে সে সিলেটের ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে। এলাকাবাসী জানান এর পুর্বে ও বিভিন্ন সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় তার গাড়িতে ধুলোবালি দেয়ার কতিত অপরাধে আরো দু ছাত্র কে মারপিট করেন ওই লন্ডন প্রবাসী।