ছনি চৌধুরী ,(হবিগঞ্জ) নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় তরুণদের প্রচেষ্টায় শিক্ষার আলোর মুখ দেখলো হাওড় অঞ্চলের হত দরিদ্র পরিবারের অর্ধশতাধিক শিশুরা।
জানা যায়, দীর্ঘ দুই যুগ ধরে শিক্ষার আলো পৌছাঁয়নি উপজেলার ঐতিহ্যবাহী দিনারপুর পরগণার গজনাইপুর ইউনিয়নের হাওড়ের কালনী বিল পাড়ে বসবাসরত প্রায় দেড় শতাধিক হত দরিদ্র পরিবারের শিশুদের মধ্যে ।
সরেজমিনে দেখা যায়, নদী পথে দূর্গম যাথায়াতের সমস্যার কারণে যুগের পর যুগ ধরে আধুনিক ডিজিটাল বাংলাদেশের শিক্ষা,বিদ্যুৎ,স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এসব অবহেলিত পরিবার ।
প্রায় ২৪ বছর পর গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের তরুণদের উদ্যোগে এবং গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল এর সহযোগীতায় অর্ধশতাধিক শিশুদের মধ্যে প্রথম শ্রেণীর পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে । রবিবার দুপুরে গজনাইপুর ইউপির হাওড় অঞ্চলের কালনী বিল পাড়ের দেড় শতাধিক পরিবারের অর্ধশতাধিক শিশুদের মধ্যে বই বিতরণ করা হয় । পরে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে আনন্দ,উৎফুল্য,উদ্ধিপনা বিরাজ করে এসময় তরুণদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম নবীন,আলমগীর মিয়া,জুয়েল আহমেদ,টিটু আহমেদ,ফরহাদ আহমেদ রিপন, মোহাম্মদ রিপন আহমেদ,রাজন মিয়া প্রমুখ । পরে তরুণদের পক্ষ থেকে স্কুল তৈরি করণে টিনসহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয় ।