শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

হবিগঞ্জে চারুকন্ঠের বৈঠকী আড্ডায় এক সন্ধ্যা রবীন্দ্রনাথ

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: রবিবার, ১৪ মে, ২০১৭

রফিকুল হাান চৌধুরী তুহিন ॥ ‘আগুনের পরশ মনি ছোঁয়াও প্রানে, এ জীবন পূণ্য কর দহন-দানে’ বিশ্বকবি রবীন্দ্রনাথ রায়ের লেখা এই গান কানে ভেসে আসার সাথে সাথে অন্ধকার মঞ্চের সম্মুখ ভাগে প্রদীপ বক্স আর সারি সারি লাইনে রাখা মোমবাতি গুলো লাল- হলুদ বর্ণের আলোক শিখা নিয়ে একে একে জ্বলে উঠে। এ যেন এক অভূতপূর্ব দৃশ্য।

সেই সাথে ছুয়ে যায় সকল রবীন্দ্র প্রেমিকের মন। তারপরপরই শুরু হয় হবিগঞ্জের এতিয্যবাহী সুরবিতান ললিতকলা কেন্দ্রে চারুকন্ঠ আয়োজিত ‘এক সন্ধ্যা রবীন্দ্রনাথ’ শিরোনাম অবলম্বনে গলপ, কবিতা, গান, নৃত্য নিয়ে ‘রবীন্দ্র প্রেমিক বৈঠকি আড্ডা’র মূল অনুষ্ঠান। রবীন্দ্রনাথের ১৫৬ তম জন্ম জয়ন্তী উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে সংশ্লিস্ট ললিতকলা কেন্দ্র ছিল আমন্ত্রিত অতিথি আর দর্শক শ্রোতায় কানায় কানায়পূর্ণ।

চারুকন্ঠের দল নেতা কন্ঠ শিল্পী ও আবৃত্তিকার গৌরি রায় ও আরেক বিশিষ্ট আবৃত্তিকার অজয় রায়ের উপস্থাপনায় এবং নানা প্রশ্নত্তোরে এই আড্ডায় রবীন্দ্রনাথকে নিয়ে উঠে আসে আমন্ত্রিত অতিথিদের ভাবনায় রবীন্দ্রনাথের জীবন, তার কবিতা, গান সহ নানা লেখা নিয়ে এমনই অভিব্যক্তি যে, ২৫ বৈশাখ জন্ম নেয়া রবীন্দ্র নাথ আসলেই কে ? কবি, ওপনাসিক, নাট্যকার, সমাজ সংস্কারক ? নাকি নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে বেশী অনুভূতিপ্রবন মানুষ যিনি প্রসন্ন বিকেলে বয়ে যাওয়া রিনরিনে হাওয়াকে বন্দী করেন নিজের গানে ? নাকি তিনি সেই মানুষ যিনি সাফল্যের সবোর্চ্চ চুড়ায় উঠেও প্রতিনিয়ত একহাতে কলম অন্য হাতে চাবুক নিয়ত নিজেকে ভেঙ্গেছিলেন ? নাকি তিনি সেই স্কুল পালানো ছেলে যিনি জীবনের শেষ দিন পর্যন্ত রবীন্দ্রনাথ হয়ে উঠার জন্য নিজেকে স্কুলিং করেছিলেন ? নাকি তিনি সেই রবি ঠাকুর যিনি নিজের মেয়ের মৃত্যুর দিন বঙ্গভঙ্গ নিয়ে অধিবেশন করেছিলেন ? নাকি তিনি সেই রবি যে রবীর অস্ত যায়নি ১৫৬ বছর পরও ? এমন অন্তর ছোঁয়া প্রশ্নবানে জর্জরিত হন আমন্ত্রিত অতিথিগণ। তবে একে একে সেইসব প্রশ্নের জবাব দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপসচিব ও ৭১’ এর মুক্তির চেতনায় উদ্বুদ্ধ বিশিষ্ট গীতিকার মোঃ সফিউল আলম, অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল, দৈনিক জনকন্ঠের সংবাদদাতা ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, বর্ণমালা খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল রায়, এনজিও কর্মকর্তা দিপুল রায়, জীবন সংকেত নাট্য গোষ্ঠীর সভাপতি অনিরুদ্র ধর শান্তনু, বাপা সেক্রেটারী তোফাজ্জল সোহেল, প্রগতিশীল নাট্যকার হারুন সিদ্দিকী, সংশ্লিস্ট একাডেমীর সেক্রেটারী কন্ঠ শিল্পী আবুল ফজল, নাট্যব্যক্তিত্ব প্রভাষক জালাল উদ্দিন রুমী, প্রভাষক তানসেন আমীন, প্রভাষক আজহার শাহিন, সাহিত্যিক অপু চৌধুরী, কবি সাইফুর রহমান কায়েস, শিক্ষানুরাগী বন্ধু মঙ্গল রায় প্রমুখ।

বৈঠক আড্ডায় অংশ নেয়া সকল আলোচকগণই রবীন্দ্রনাথকে নিয়ে বিশ্লেষনধর্মী বক্তব্যে বলেন, তিনি বিশ্বকবির মর্যাদা পেলেও আজকের ডিজিটাল যুগে রবী ঠাকুরের সকল অস্তিত্ব যেন হারিয়ে যেতে বসেছে।

এখন সকল ড্রইং রুমের সকিসে আর রবি ঠাকুরের বইগুলো দেখা যায় না। রাখা হয় শুধু দামী দামী আকর্ষনীয় বস্তু। সরকারীভাবেও রবি ঠাকুরকে নিয়ে তেমন গবেষনা বা নতুন প্রজন্মের সন্তানদেরকে উদ্বুদ্ধ করতে তেমন কর্মসূচী নেই। অথচ এই রবীন্দ্রনাথই তার লেখা গান, কবিতা, ছড়া সহ নানা লেখনির মাধ্যমে আমাদেরকে সমাজের কুসংস্কারাচ্ছন্ন অন্ধকার থেকে আলোর পথে বেরিয়ে আসার পথ দেখিয়েছিলেন। অথচ এখন এই রবীন্দ্রনাথকে নিয়ে চর্চ্চা না থাকার কারনেই নতুন প্রজন্মের তরুন-তরুনীরা আজ বিপদগামী হচ্ছে।

তাই সরকারের উচিত মৌলবাদ, সাম্প্রদায়িকতা সহ জঙ্গী-সন্ত্রাস রুখতে রবীন্দ্রনাথ গবেষনা নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। এদিকে প্রানবন্ত এই বৈঠক আড্ডার ফাঁকে ফাঁকে চলে দিবাকর দিব্য, বন্যা, মনিষা, জুয়েল, কমল, শ্রাবনী ও পম্পার কন্ঠে রবীন্দ্র নাথের লেখা গান আর ছোট্ট সোনামনিদের অংশ গ্রহনে নৃত্য, কবিতা আবৃতি সহ তারই লেখা ‘জুতা আবিস্কার’ কবিতা অবলম্বনে একটি নাটিকা। এছাড়া অতিথিদের মাঝে পরিববেশন করা হয় বিশ্ব কবি রবীন্দ্রনাথের প্রিয় খাবার লুচি, ডালনা ও মালপোয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!