মনিরুল ইসলাম শামিম ॥ বাহুবলের সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। গতকাল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে বিদায় সংবর্ধনা প্রদান করেন। সে সংবর্ধনা কোথাও আড়ম্বরপূর্ণ আবার কোথাও ছিল অনাড়ম্বর। কিন্তু সবকটি সংবর্ধনায়ই উঠে এসেছে সাইফুল ইসলামের কর্মকালীন সময়ের ভূয়সী প্রশংসা। তিনি অত্র উপজেলায় দু’বছরের বেশী সময় দায়িত্ব পালন শেষে বরগুনা জেলার এডিসি হিসেবে পদোন্নতি লাভ করেছেন। শনিবার রাতে বাহুবল মডেল প্রেস ক্লাব নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামকে বিদায় জানান। ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর-এর নেতৃত্বে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাওলানা নূরুল আমীন, যুগ্ম সম্পাদক প্রতিদিনের বাণী প্রতিনিধি এম সাইফুর রহমান জুয়েল, ক্রীড়া সম্পাদক দৈনিক খোয়াই প্রতিনিধি ফয়সল আহমেদ চৌধুরী, দৈনিক নবচেতনা প্রতিনিধি আব্দুল মজিদ শেখ, মানবজমিন প্রতিনিধি নূরুল ইসলাম মনি, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি হুমায়ূন কবীর, দৈনিক লোকালয়বার্তা প্রতিনিধি ইসমাইল মাহমুদ ফিরোজ, দৈনিক প্রথম ভোর প্রতিনিধি মনিরুল ইসলাম শামিম, দৈনিক বিবিয়ানা প্রতিনিধি সামিউল ইসলাম প্রমুখ সাংবাদিকগণ উপস্থিত থেকে বিদায়ী ইউএনওকে উপহার সামগ্রী তোলে দেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, লামাতাসী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, মিরপুর ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন, জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদ, বিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, কিশলয় কিন্ডার গার্টেনের অধ্যক্ষ জামাল আহমেদ প্রমুখ।
এর পরপরই হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, চেয়ারম্যান সাইফুদ্দিন, কিশলয় কিন্ডার গার্টেনের অধ্যক্ষ জামাল আহমেদ, বিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামকে ফুল ও উপহার তোলে দিয়ে বিদায় জানান।
এর আগে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর নেতৃত্বে পরিষদের সদস্যরা তাকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা প্রদান করেন। একই সময় বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, অফিসার্স ক্লাব বাহুবল, মিরপুর আলিফ-সোবহান চৌধুরী কলেজের পক্ষ থেকে তাকে উপহার সামগ্রী তোলে দেয়া হয়। এছাড়াও দিনভর বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠন, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ তার দপ্তরে তাকে উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে বিদায় জানান।