বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবলের কাউছার এলাহীর হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। শুক্রবার বেলা ২টার দিকে সিলেটের জিন্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হত্যা মামলার আসামী সিলেট জেলার গোলাপগঞ্জ থানার হাওরতলা গ্রামের মৃত নোয়াব আলীর পুত্র হাজী শরিফ উদ্দিন(৪০)।
গোপন সংবাদের ভিত্তিতে সিলেট রেঞ্জের সিআইডি বিভাগের উপ-পরিদর্শ সুমন মালাকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর,১৬ইং বাহুবল উপজেলার হাসপাতাল এলাকার বাসিন্দা মৃত মাওঃ আশিক এলাহীর ছেলে কাউছার এলাহীকে সিলেট কনিজ প্লাজা ট্রাস্ট্র ট্রাভেলস্ এর মাধ্যমে ইউরোপ পাঠানোর নামে মানব পাচার করে সাউথ আফ্রিকা নিয়ে মুক্তি পনের জন্য নির্যাতন করে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে।
এ খবরটি গত ৭ অক্টোবর তার পরিবারের লোকজন জানতে পারার সাথে সাথে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। হত্যার ৬ দিন পর অনেক প্রচেষ্টায় কাউছার এলাহীর লাশ বাংলাদেশে আনা হয়।
গত ১৭ অক্টোবর ‘ ১৬ ইং কাউছার এলাহীর মাতা মাহমুদা আখঞ্জি বাদী হয়ে মানব প্রাচার আইনে বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এর পর মামলার আসামীদের গ্রেফতারে পুলিশ দেশের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখে।