বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং থেকে ভালো মানের খেলোয়াড় তৈরি করার জন্য একটি স্টেডিয়াম করার দাবি ছিল বানিয়াচংবাসীর দীর্ঘদিনের। স্টেডিয়াম তৈরি করার জন্য এমপি মজিদ খানের কাছে বারবার দাবি করে আসছিলেন বানিয়াচংবাসী। এবার তাদের এ দাবি পূরণ হতে চলেছে। এরই ধারাবাহিকতায় বানিয়াচং এর ঐতিহ্যবাহী এড়ালিয়া মাঠে নির্মিত হতে যাচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম।
বুধবার (১০ মে) দুপুর সাড়ে ১১টায় এড়ালিয়া মাঠ পরিদর্শনে আসেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড.আব্দুল মজিদ খান।
এ সময় তিনি মাঠের বিভিন্ন দিক ঘুরে দেখেন। কথা বলেন স্টেডিয়াম নির্মাণে ঠিকাদার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে।
এমপি মজিদ খান জানান, উপজেলা সদরে একটি স্টেডিয়াম তৈরি করা দীর্ঘদিনের দাবি ছিল। এ জন্য আমি অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করি। তার ফলশ্রুতিতে এড়ালিয়া মাঠে এ স্টেডিয়াম নির্মিত হচ্ছে।
তিনি আরও জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ রাসেলের নামে মাঠের নামকরণ করা হয়েছে। এ স্টেডিয়াম নির্মাণে প্রাথমিক উন্নয়নের জন্য সরকার ৪২ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। পরবর্তীতে আরও বরাদ্দ বাড়ানো হবে বলে এমপি মজিদ খান জানান।
মাঠ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ, সাধারণ সম্পাদক আমির হোসেন মাস্টার, ৪নং ইউপির চেয়ারম্যান রেখাছ মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক এড.মুর্শেদুজ্জামান লুকু, যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সিনিয়র সহ-সভাপতি ছায়েব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, ক্রীড়া সংস্থার সদস্য আব্দুর রউফ, লুৎফুর রহমান, মতিউর রহমান মতি, সাহিবুর রহমান, জিল্লুর মিয়া, অধ্যক্ষ আব্দাল হোসেন খান, উপাধ্যক্ষ আতাউর রহমান, যুবলীগ নেতা এড.আসাদুজ্জামান খান তুহিন, ইউপি সদস্য জাহাঙ্গির আলম, প্রাক্তন খেলোয়াড় তোতা মিয়া চৌধুরী, সাহেদ মিয়া, সাদেকুর রহমান, আশিক মিয়া প্রমুখ।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের নামে দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করছে জাতীয় ক্রীড়া পরিষদ। ইতিমধ্যে পরিষদ এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি সংগ্রহ করেছে। দেশের ১৩১টি উপজেলায় শেখ রাসেলের নামে স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হয়েছে।