ডেস্ক : ২০-দলীয় জোটের ডাকা চলমান হরতালের কারণে আগামী রোববার ও মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। রোববারের পরীক্ষা আগামী ২৮ ফেব্রুয়ারি ও মঙ্গলবারের পরীক্ষা ৬ মার্চ অনুষ্ঠিত হবে।
শনিবার দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর হেয়ার রোডের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
শুক্রবার এক বিবৃতিতে আগামী ২২ ফেব্রুয়ারি রোববার সকাল ৬টা থেকে ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ৬টা পর্যন্ত হরতালের ঘোষণা দেয় ২০-দলীয় জোট। এর পরিপ্রেক্ষিতে পরীক্ষা পেছানোর এ ঘোষণা এল।
হরতালের কারণে এ পর্যন্ত সাত দিনের পরীক্ষা পেছানো হয়েছে। এর মধ্যে পাঁচ দিনের পরীক্ষা শুক্র ও শনিবার নেওয়া হয়।