আব্দুর রাজ্জাক রাজুঃ চুনারুঘাট উপজেলায় দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সরকারের অর্থ মন্ত্রনালয়ের উদ্যোগে ও স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার দিনব্যাপী উপজেলা সভাকক্ষে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সহকারি কমিশনার তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও আবু আজম নুরের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়াারম্যান মোঃ আবু তাহের।
বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার. কাজী সাফিয়া আক্তার, সেইফ এর কে এম মঞ্জুরুল হক, লুৎফুন্নাহার শিমুল, ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, আবেদ হাসনাত চ্যৌধুরী সনজু, হুমায়ূন কবির খান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, সাংবাদিক ফোরামের সভাপতি আঃ রাজ্জাক রাজু, প্রধান শিক্ষক পংকজ নাহা. আব্দুল মতিন প্রমুথ।
কর্মশালায় জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে ১৩৫টি প্রতিষ্ঠানে বেকার যুবকদের সরকারি খবচে ৩৭টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদেরকে প্রশিক্ষিত করে দক্ষতা উন্নয়নের পর ৭০ ভাগ যুবককে চাকুরি দেওয়া হচ্ছে। এতে ৩০ ভাগ নারীর অংশ গ্রহন নিশ্চিত করা হচ্ছে। দেশের বেকার যুব সমাজকে কাজে লাগিয়ে তাদের মাধ্যমে দেশের প্রবৃদ্ধি বাড়াতে হবে।