এস এইচ টিটু : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুইজন গরীব রোগীকে নগদ অর্থ ও হুইল চেয়ার প্রদান করেছে শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে।
রবিবার দুপুর ১২ টার দিকে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে নগদ অর্থ ও হুইল চেয়ার প্রদান অনুষ্ঠান অনুষ্টিত হয়।
উক্ত অনুষ্ঠানে পঙ্গুত্ব স্বপন মিয়ার চিকিৎসার জন্য ৬০ হাজার টাকা ও প্রতিবন্ধী সিদ্দিক মিয়াকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।
সমিতির উপদেষ্টা প্রকৌশলী এমএ মুমিন চৌধুরী বুলবুলের সভাপতিত্বে সাংবাদিক কামরুল হাসানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শায়েস্তাগঞ্জ সমিতির উপদেষ্টা প্রকৌশলী এমএ মুমিন চৌধুরী বুলবুল,সাবেক কাউন্সিলর আ.স.ম আফজল আলী,প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব,সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন,শায়েস্তাগঞ্জ সমিতির সদস্য নিজামুল হক বেলাল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক কর্মী রাজু বিশ্বাস, প্রভাষক জালাল উদ্দিন রুমী, সাংবাদিক শাহ মোস্তফা কামাল, মিজানুর রহমান সুমন, সাংবাদিক এস এইচ টিটু,সৈয়দ মারুফসহ আরো অনেকে।