মনিরুল ইসলাম শামিম : হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর দাখিল মাদরাসা শিক্ষক আব্দুল কদ্দুছ হত্যাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে না পারলে সমগ্র হবিগঞ্জ জেলা অচল করে দেয়ার হুসিয়ারি দিয়েছেন বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিন (মাদরাসা শিক্ষক সংগঠন) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা ফারুক আহমদ। ওই শিক্ষক হত্যাকারীদের ফাঁসির দাবিতে আজ সকাল সাড়ে ১১টায় উপজেলার মিরপুরে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে উক্ত হুসিয়ারি উচ্চারণ করেন।
মিরপুর দাখিল মাদরাসার ছাত্রছাত্রী ও শিক্ষকদের উদ্যোগে উক্ত মানববন্ধন শেষে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদিক্ষনের সময় শিক্ষক ও শিক্ষার্থীরা ‘হত্যা কারীদের ফাঁসি চাই’ ‘ফাঁসি চাই’ স্লোগান তোলেন। মানববন্ধনে মিরপুর দাখিল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় সানশাইন প্রি-ক্যাডেট এন্ড স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
গত ২৯ এপ্রিল বিকালে প্রতিপক্ষের ইটের আঘাতে মিরপুর দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক আব্দুল কদ্দুছ (৫৫) নিহত হন। তিনি উপজেলার দশকাউনিয়া গ্রামের বাসিন্দা। পরে নিহত পুত্র জাকারিয়া বাদী হয়ে ৫ আসামীর নাম উল্লেখ করে বাহুবল থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, আমরা একজনকে গ্রেফতার করেছি। বাকী হত্যাকারীদের গ্রেফতার করতে তথ্য-প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। খুব তাড়াতাড়ি গ্রেফতার করতে পারব বলে আশা করছি।