ছনি চৌধুরী,হবিগঞ্জ জেলা প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস চালক সহ ৫জন যাত্রী আহত হয়েছে । আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে ।
জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী পাহাড়ি পরগণা দিনারপুর এলাকার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজারের নিকটে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা হবিগঞ্জ টু আউশকান্দি পরিবহণের (সিলেট মেট্রো জ-১১-০৪৭৮) যাত্রীবাহী মিনি বাস চলমান থাকা অবস্থায় হঠাৎ করে নতুন বাজারের দাড়িয়ে যায় ।
এসময় দ্রুত গতিতে আসা ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৮৬১৯৮) ফিছন দিক থেকে মারাত্মক ভাবে যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে বাস চালক আঙ্গুর মিয়া (৩৫), হেলপার মজিদ মিয়া(৩০),যাত্রী গজনাইপুর ইউনিয়নের রামলোহ গ্রামের দিলাওয়ারা বেগম (৪৫),সদরঘাট গ্রামের আজাদ মিয়া(৩৫),ট্রাক চালক মনির মিয়া (২৭) গুরুতর আহত হন । পরে স্থানীয় জনতা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের চিকিৎসা প্রদান করা হয় ।