মোঃ রহমত আলী. হবিগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, সাহিত্যিক, গবেষক ও লেখক এম এ রব ঢাকার একটি হাসপাতালের আইসিইউ’তে জীবন মরণ সন্ধীক্ষণে।
জেলার নবিগঞ্জ উপজেলার দিনারপুর দেওপাড়া গ্রামের বাসিন্দা এম এ রব।
তিনি হবিগঞ্জ শহরের বদিউজ্জামান খান রোডস্থ “রোজ ভিলা’র” নিজ বাসায় বসবাস করেন। গত ২২ এপ্রিল রাতে ব্রেন ষ্ট্রোকে আক্রান্ত হন। তাৎক্ষনিক হবিগঞ্জ ও সিলেট হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে পরদিন ঢাকার গ্রীণ রোডস্থ গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরো সার্জন প্রফেসর ওয়াহিদুজ্জামান এর চিকিৎসাধীন থাকাবস্থায় ২৭ এপ্রিল অপারেশনের পর আইসিইউ’তে রাখা হয়।
বর্তমানে ঐ হাসপাতালের ৫ম তলার আইসিইউ-৮ এ অজ্ঞান অবস্থায় রয়েছেন। হবিগঞ্জ জেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন হবিগঞ্জ সাহিত্যাঙ্গনের মধ্যমনি চিকিৎসাধীন এম এ রব (৬৯) এর খুজ-খবর ও দর্শনার্থী হলে কবি’র একমাত্র ছেলে ড. তানভীর রব শুভ, স্ত্রী আমাতুল নাছিমা রব ও মেয়ে তাসনীম রব লোপা অসুস্থতার ক্রমাবনতিতে উদ্ধেগ ও হতাশা ব্যক্ত করেন এবং তাঁরা সকলের দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।