এস এইচ টিটু : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় কর্মজীবী মহিলাদের ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল থেকে ৩৬০ জন ভাতাভোগীদের মাঝে অর্থ প্রদান করা হয়।
শুক্রবার বিকাল ৫টার দিকে পৌরসভা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে শায়েস্তাগঞ্জ পৌরসভা।
মেয়র মোঃ ছালেক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মোঃ আব্দুল মুকিত,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগ উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার,পৌর কাউন্সিলর মাসুদউজ্জামান মাসুক,শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদসহ আরো অনেকে।
পরিশেষে প্রধান অতিথি হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির ভাতাভোগীদের মাঝে অর্থ প্রদান করেন।