ডেস্ক : যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহ সফর শেষে দেশে ফিরেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।
গতকাল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দরে এসে পৌঁছেন তিনি। সফরকালে সাথে ছিলেন তার সহধর্মিনী আলেয়া আক্তার। উল্লেখ্য, এডভোকেট মোঃ আবু জাহির এমপি গত ২ এপ্রিল যুক্তরাজ্য গমন করেন।
সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্র সফরে যান। উভয় দেশে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময়সহ বিভিন্ন সামাজিক সংগঠনের বিভিন্ন সভায় যোগ দেন।