মনিরুল ইসলাম শামিম, বাহুবল (হবিগঞ্জ) ॥ বাহুবলের স্নানঘাট ইউনিয়নে অতি বৃষ্টিপাতে আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত গরিব কৃষদের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, সহকারি কশিনার (ভূমি) মোঃ শফিউল্লাহ, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, প্রকল্প বাস্তবায়ন কমকর্তা আশিষ কর্মকার, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, মেম্বার আবিদ মিয়া, জয়দেব কুমার, মতলিব মিয়া, নানু মিয়া, আব্দুর রেজ্জাক, ইউপি উদ্যোক্তা মনির খান প্রমুখ।
উল্লেখ্য গত কয়েকদিন ধরে চলমান বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত স্নানঘাট ইউয়নের গরিব কৃষকদের মধ্যে ৮০ জনকে জনপ্রতি ১ হাজার পাচঁশত ও ৭০ জনকে জনপ্রতি ১ হাজার টাকা করে তুলে দেয়া হয়।
এছাড়াও সকাল সাড়ে ১১টায় লামাতাশী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়েছে।