নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচে জয় পেলো না হবিগঞ্জ জেলা ক্রিকেট দল। টায়ার দুইয়ে থাকা হবিগঞ্জ নিজেদের তিন ম্যাচের দু’টিতে হেরেছে। একটি ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যাক্ত হওয়ায় পেয়েছে ১ পয়েন্ট।
আজ ২৬ এপ্রিল বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের হবিগঞ্জের শেষ ম্যাচে প্রতিপক্ষ ছিলো নোয়াখালী জেলা ক্রিকেট দল।
আগে ব্যাট করতে নেমে ৪২ ওভারের ম্যাচে হবিগঞ্জ ৪১ ওভারে অলআউট হওয়ার আগে সংগ্রহ করে ১৬৫ রান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নোয়াখালীর টার্গেট দাঁড়ায় ৩২ ওভারে ১৪১ রান। রিয়াদের দুর্দান্ত ব্যাটে ২৪.২ ওভারেই জয় পেয়ে যায় নোয়াখালী।
সকালে টস হেরে ব্যাট করতে নেমে হবিগঞ্জ জেলা ক্রিকেট দল নোয়াখালীর বাঁহাতি স্পিনার জসিমের ঘূর্ণি জাদুর পরও অলআউট হওয়ার আগে ১৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ করে হবিগঞ্জ। জসিম একাই নিয়েছেন ৫টি উইকেট।
হবিগঞ্জের হয়ে ইনিংস সর্বোচ্চ ৩০ রান আসে অধিনায়ক সাইদুলের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রানে আসে রিন্টুর ব্যাট থেকে। সোহান করেন ২৬ রান।
নোয়খালী জেলা দলের হয়ে জসিম ৩০ রানে ৫টি উইকেট নেন।
১৪২ রানের টার্গেটে খেলতে নেমে রিয়াদের ৮৩ রানের ঝলমলে এক ইনিংসে মাত্র ৪ উইকেট হারিয়েই জয় পেয়ে যায় নোয়াখালী। রিয়াদ ৭১ বলে ৮৩ রানের নান্দনিক ইনিংস খেলেন। সাত ছয়ে আর চার চারে এই রান সংগ্রহ করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেছেন বাবু।
হবিগঞ্জের হয়ে লিটন সর্বাধিক ২টি উইকেট লাভ করেন।