গাইবান্ধা প্রতিনিধি: ঘাঘট নদীর ওপর চার যুবকের সেচ্ছাশ্রমে ১৭০ ফুট একটি বাঁশের সাঁকো নির্মিত হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার ভেড়ামারা রেলওয়ে এলাকার কিশামত বালুয়া গ্রামে নদীর ওপর তারা ওই সাঁকোটি নির্মাণ করেন।
দেখা গেছে, গাইবান্ধা রেলস্টেশনের দেড় কিঃমি উত্তরে অবি ̄’ত কিশামত বালুয়া গ্রাম। গ্রামের মধ ̈ দিয়ে ঘাঘট নদী প্রবাহিত। যোগাযোগের জন ̈ ঘাঘট নদীর উপর একটি রেলওয়ে বিধজ রয়েছে। বিধজটি পারাপার হয়ে প্রতিদিন গাইবান্ধার উত্তরাঞ্চলের ছাত্র ছাত্রী, ব ̈বসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার ২০ থেকে ২৫ হাজার মানুষ জেলা শহরে আসেন।রেলওয়ে বিধজ দিয়ে আসতে বয় ̄‹, শিশু ও নারীদের নানা দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু তারপরও বিকল্প পথ না থাকায় রেলওয়ে বিধজ দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় তাদের। না হলে সাত কিলোমিটার পথ ঘুরে গাইবান্ধা শহরে যাতায়াত করতে হয়।স্থানীয় আতাউর রহমান জানান, সম্প্রতি ওই এলাকার প্রাইমারি স্কুলের শিক্ষক শহিদুল ইসলাম ভেড়ামারা বিধজে দুর্ঘটনার শিকার হন। তাকে বহনকারী
মোটরসাইকেলটিও নদীতে পড়ে বিকল হয়ে যায়। এর আগে ওই এলাকার ইউপি সদস ̈ তারা মিয়াও বিধজ পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। এছাড়াও গত কয়েক যুগে বিধজ দিয়ে যাতায়াতের সময় দুর্ঘটনার শিকার হয়ে অনেকে আহত, এমনকি নিহতও হয়েছেন।
এসব অঘটন থেকে রক্ষা পেতে স্থানীয় আব্দুল লতিফের নেতত্বে ওই এলাকার ফরিদ, সাইদার ও এরশাদ ভেড়ামারা বিধজের পশ্চিম পাশ ঘেঁষে একটি বাঁশের সাকো তৈরির পরিকল্পনা করেন। তাদের এ উদে ̈াগে গ্রামের লোকজন বাঁশ, দড়ি ও লোহার পেরেক কেনার জন ̈ অর্থ দিয়ে সহায়তা করেন। এরপর সাঁকো তৈরির কাজে নেমে পড়েন ওই চার যুবক।
সেচ্ছাশ্রমে অংশ নেওয়া আবদুল লতিফ জানান, তাদের স১ে⁄২ এলাকার লোকজনও এগিয়ে আসেন। একটানা ১০ দিনের পরিশ্রমে তৈরি হয় বাঁশের সাঁকো। যা এ এলাকার লোকজনেরই শুধু নয়, আশপাশের এলাকার লোকজনের যাতায়াতে উপকার হচ্ছে।এ বিষয়ে খোলাহাটি ইউনিয়ন পরিষদের (ইউ,পি) চেয়ারম্যান কাজী ইবধাহিম খলিল জানান, চার যুবক সেচ্ছাশ্রমে নিজের এলাকার কল্যাণে এগিয়ে আসা প্রেরণার একটি উ৩⁄৪¡ল দষ্টান্ত হয়ে থাকবে। তবে এরপর থেকে তিনি নিজেও এ ধরনের কাজে সহযোগিতা করবেন বলে জানান।