বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে অজ্ঞাত (২৫) এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট রেল সড়কের উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের করাঙ্গী নদীর ব্রীজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার করাঙ্গী নদীর রেল সড়কের ১০৭ নম্বর ব্রীজের নিচে স্থানীয় লোকজন সেলোয়ার-কামিজ পড়া এক যুবতীর মরদেহ দেখতে পেয়ে বাহুবল থানা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে বিকেলে কামাইছড়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠায়।
কামাইছড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রুপু কর বিষয়টির নিশ্চিত করে জানান, মরদেহের পরিচয় এখনো জানা যায়নি। যুবতীর ওড়না দিয়ে দুই হাত পেছন দিয়ে বাঁধা ও গলায় পেছানো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুবৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহ রেল লাইনের ব্রীজের নিচে ফেলে দিয়েছে।