মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে ॥ খোয়াই নদী হবিগঞ্জের বুক চিরে বহমান যার উৎপত্তি ভারতের ত্রীপুরার গহিন অরণ্যে। তার উতলা যৌবনের প্লাবনে লন্ডভন্ড করে দেয় দু’তীরের বিস্তৃর্ণ এলাকা আর অতংকিত হয়ে পরেন তীরবর্তী বাসিন্দা। তাই খোয়াই নদী হবিগঞ্জের দুঃখ বটে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের ফলে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ফলে নদীর চরে কৃষকের উৎপাদিত ফসল শাকসবজি তলিয় গেছে। শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ পর্যন্ত প্রায় ১ হাজার হেক্টর নদীচরে স্থানীয় কৃষকরা নানা জাতরে শাকসবজি, বেগুন, ডাটা, মুকি , হলুদ ফসল লাগিয়েছিল যার বাজার মল্য প্রায় কোটি টাকা। স্থানীয় কৃষি বিভাগে এ সব ক্ষয়-ক্ষতি কোন পরিসংখ্যান নেই। হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগে ফোনে যোগাযোগ করলে তারা জানান নদী চরে উৎপাদিত ফসলের কোন তথ্য নেই।
শহরতলী তেঘরিয়া গ্রামের কৃষক আব্দুল নূর মিয়া জানান, তার দেড় বিঘা জায়গায় তিনি ডাটা ও বেগুন চাষ করেন। কিছুদিন পর তিনি এগুলো বিক্রি করে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা বিক্রি করতে পারতেন। তার সবটুকু ফসল পানিতে তলিয়ে বিনষ্ট হয়ে গেছে।
রোববার (২৩ এপ্রিল) সকাল থেকে নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। ধিরে ধিরে বৃদ্ধি হতে থাকে দুপুরে পানি বেড়ে বিপদ সীমার উপরে চলে যায়। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শনিবার রাত ১টা পর্যন্ত খোয়াই নদীর পানি বিপদসীমার ৯.৫ মিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এরপর হঠাৎ করেই পানি বাড়তে থাকে।
রোববার সকাল ১০টায় বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। বেলা ২টায় পানি বেড়ে বিপদসীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত জানান, নিম্নচাপের কারণে বাংলাদেশের উজানে ভারতীয় অংশে বৃষ্টিপাত ও বাংলাদেশ অংশে টানা বর্ষণের কারণে খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড নদীর পানি বৃদ্ধির বিষয়টি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি তারা নদীর তীরবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।