নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জ সদরের বাজারে মানসিক ভারসাম্যহীন সৈয়দ শাব উদ্দিনকে ধাক্কা দিয়ে ফেলে গুরুতর আহত করে রিংকু দেব নাথ।
জানাযায়, শুক্রবার বিকালে আজমিরীগঞ্জ পৌর এলাকার শরীফ নগর মৃতঃ সৈয়দ আনোয়ার হোসেন সাহেবের পুত্র জাতীয় দৈনিক পত্রিকা এজেন্ট সৈয়দ জমির উদ্দিনের ছোট ভাই মানসিক ভারসাম্যহীন সৈয়দ শাব উদ্দিন (৪০) আজমিরীগঞ্জ বাজারের আরোগ্য ভবনের সামনে একা একা কথা বলার সময় মৃতঃ সুকুমার দেবনাথের পুত্র রিংকু দেব নাথ (৩৮) উত্তেজিত হয়ে শাব উদ্দিনকে ধাক্কা দিয়ে ফেলে দিলে শাব উদ্দিন সিড়িঁ দিয়ে নিছে পরে মাতায় আঘাত লেগে গুরুতর আহত হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানিয়রা তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা সদর হাসহাতালে ভর্তি করে।