ছনি চৌধুরী,(হবিগঞ্জ) নবীগঞ্জ প্রতিনিধি॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের তাহিরপুর গ্রামে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ আহত ৩।
আহত সূত্রে জানায়ায়, গতকাল মঙ্গলবার সকালে তাহিরপুর গ্রামের তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩র্থ শ্রেণীর ছাত্র জাহেদ (১১) ও ১ম শ্রেণীর ছাত্র সাহেদ (৭) স্কুল থেকে আসার পথে একই গ্রামের আশরাফ আলীর স্ত্রী জোৎসা বেগম ও তার ২ পুত্র কিবরিয়া ও জাকারিয়া মিলে তাদের মারধর করে।
এ খবর পেয়ে জাহেদ ও সাহেদের মা আলেয়া বেগম ঘটনাস্থলে গেলে তাকেও তারা বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয় লোকজন আলেয়া বেগমকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে এবং তার ২পুত্র, সাহেদ ও জাহেদকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।