আজমুল তালুকদার চুনারুঘাট থেকে: চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি ইউনিয়নের গ্রামে পূর্বে জেরধরে মোঃ আজাদ মিয়া( ৪০)নামে এক ব্যাক্তিকে দা দিয়ে কুপিয়ে কতভিক্ষত করে দিয়েছে প্রতিপক্ষের লোকেরা ।
জানাযায়, মোঃ আজাদ মিয়ার সাথে ভিবিন্ন বিষয়ে পূর্বেবিরোধ ছিল একেই গ্রামের রমজান আলী ছেলে মোঃ হেলাল মিয়া সাথে কিছু দিন দরে বিরোধ চলছিল । এই জেরধরে গতকাল দুপুরে মিরপুর বাজারের রাস্তা পাশে মোঃআজাদ মিয়াকে হেলাল মিয়ার লোকেরা দা দিয়ে কুপিয়ে কতভিক্ষত করে পালিয়ে যায় । পরে স্থানিয় লোকজন এসে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় ।