নিজস্ব প্রতিনিধিঃ ভারতের নিয়ন্ত্রীত শিলং এন্ডিং জুয়া খেলার দায়ে আজমিরীগঞ্জ উপজেলা প্রৌকশলী অধিদপ্তরের এম এল এসসহ ৩ জুয়াড়িকে পুলিশ আটক করে।
ঘন্টা ব্যাপি এ অভিযান চলে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট টিটন খিসার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে পৌর এলাকার শরীফ নগর গ্রামের জুয়েল রানা (৩২), নয়ানগর গ্রামের চরবাজারের হোটেল ব্যবসায়ী সফিক মিয়া (৪০) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড।
আজমিরীগঞ্জ প্রৌকশলী অধিদপ্তরে এম এল এস ডালিম মিয়া (৩৫) কে ৫ হাজার টাকা অর্থদন্ড ও আজমিরীগঞ্জ থানা হাজতে ১ দিনের কারাদন্ড প্রদান করেন।
জানাযায়, আজমিরীগঞ্জ পৌর এলাকায় দির্ঘদিন যাবৎ ধরে ভারতের নিয়ন্ত্রীত শিলং এন্ডিং জুয়া খেলায় সর্বশান্ত হয়েছে এলাকার অনেকেই। ১৮ এপ্রিল মঙ্গলবার বিকাল ৩ টায় এস আই হুমায়ূন কবীরের নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান ছালিয়ে তাদের আটক করে বিকাল ৫ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট টিটন খীসার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে উল্লখিত দন্ডাদেশ প্রদান করেন।