বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়ার ভূমি জোরপূর্বক দখল করে বাউন্ডারী ওয়াল নির্মাণ করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে তিনি মঙ্গলবার (১৮ এপ্রিল) হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে বিচারক জবরদখলকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন।
আদেশে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে। আদেশটি গতকালই থানায় পৌঁছেছে বলে বীর মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া জানিয়েছেন।
বাহুবলের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে বসবাস করেন। তার বাড়ির পার্শ্ববর্তী কন্দর্পপুর মৌজার ৩৭১/১ খতিয়ানভূক্ত ৬০০ ও ৬০৬ দাগের চারা ও বাড়ি রকম ভূমির একাংশে পার্শ্ববর্তী ভূমি মালিক মৃত জাফর আলীর পুত্র ফারুক মিয়া ও তার ভাইরা জোরপূর্বক বাউন্ডারী ওয়াল নির্মাণ করে। এতে তিনি বাঁধা দেন এবং স্থানীয় পুলিশকে অবগত করেন। তাতে কাজ না হলেও তিনি আদালতের স্মরণাপন্ন হন। আদালতে মামলাটি পরিচালনা করেন এডভোকেট জিলু মিয়া।