মোঃ আব্দুল হক রেনু, শায়েস্তাগঞ্জ থেকেঃ চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের রাজাকপুর গ্রামের সবুজ বাংলা যুব সংঘের উদ্যোগে বর্ষবরণ উৎসব ১৪২৪ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে।
গত শুক্রবার ১লা বৈশাখ বর্ষবরণ উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। এর মধ্যে উল্লেখ যোগ্য ছিল মেয়েদের পাতিল ভাঙ্গা, চেয়ার ঘুরানী, ছেলেদের ফুটবল খেলা, ১০০ মিটার দৌড়, দূপুরে সকলের জন্য পানতা ভাত ইলিশ মাছ ও বিভিন্ন রকমের শুটকীর ভরতা দিয়ে খাবারের আয়োজন করা হয়।
বিকাল ৫টায় আলোচনা সভা, কমিটি পরিচিতি ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ৭নং উবাহাটা ইউ/পি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রজব আলী।
বিশিষ্ট সাংবাদিক মোঃ আব্দুর হক রেনুর সভাপতিত্বে ও নাট্যকার বিজন ভট্টাচার্য্যের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন-রাজাকপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী সমরেন্দ্র চন্দ্র দেব, মোঃ সিরাজ মিয়া, মাষ্টার জ্যোতিব্রত চৌধুরী জীবন, মোঃ অনু মিয়া, মোঃ আঃ নূর, মোঃ আহাদ মিয়া, মোঃ খলিল মিয়া, মোঃ শহীদ মিয়া, মোঃ আব্দুল আলী, মোঃ রঙ্গো মিয়া প্রমূখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সবুজ বাংলা যুব সংঘের ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি পরিচয় করিয়েদেন।
কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি মোঃ সুমন মিয়া, সিনিয়র সহ সভাপতি মোঃ মুজিবুর রহমান সুজন, সহ সভাপতি বিধান ভট্টাচর্য্য, সাধারন সম্পাদক মোঃ জসিম মিয়া, যুগ্ন সম্পাদক মোঃ রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজন মিয়া, অর্থ সম্পাদক সুমন চন্দ্র দেব, প্রচার সম্পাদক মোঃ রাবেল মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন আহমেদ, সাহিত্য সম্পাদক মোঃ শিব্বির আহম্মদ, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ সোয়েব মিয়া, সম্মানিত সদস্য রিপন চন্দ্র দেব সহ ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় । শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।