তোফাজ্জল হোসেন অপু : হবিগঞ্জ সদর উপজেলার নূরপুরে শিক্ষার আলো ছড়ানো সেই হাজী আফরাজ আলী মডেল হাই স্কুলে জে,এস,সি২০১৬ পরীক্ষায় ৪জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
বৃত্তির প্রাপ্ত শিক্ষার্থী হল-ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মোছাঃ রিনা আক্তার ।এবং সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে রোখসানা আক্তার নিসু,মোছাঃ মাসকুরা আক্তার ও মোছাঃ রোশেনা আক্তার।ট্যালেন্টপুলে-১টি এবং সাধারন গ্রেডে-৩টি মোট ৪টি বৃত্তি পেয়েছে।
এর আগে হাজী আফরাজ আলী মডেল হাই স্কুলে ৪১জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে ১৮ জন পরীক্ষার্থী এ প্লাস পাওয়ার ঘটনায় আলোচনায় আসে এ স্কুল।
হাজী আফরাজ আলী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রিপন আহমেদ বলেন,শিক্ষক শিক্ষিকা অভিভাবক বৃন্দ ও ছাত্রছাত্রীর একান্ত চেষ্টার কারনে ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।এ সাফল্য’র ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের সহযেগীতা কামনা করেন তিনি।