মিজানুর রহমান সুমন:- অবশেষ সকল জল্পনা কল্পনা অবসান করে বাস্থবায়ন হতে যাচ্ছে শায়েস্তাগঞ্জ উপজেল্।
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এবং মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ডাসারকে উপজেলায় উন্নীত করা হবে। এ ছাড়া ভোলার চরফ্যাশনকে বিভক্ত করে দুলারহাট থানা, দিনাজপুরের পার্বতীপুর থানার ভবানীপুর ও আমবাড়ীতে পুলিশ ফাঁড়ি এবং নেত্রকোনার আদর্শনগরে পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে। গতকাল বৃহস্পতিবার এসংক্রান্ত প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রস্তাব অনুমোদন করেছে ‘নতুন উপজেলা ও থানা সংক্রান্ত সচিব কমিটি’।
মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে সচিব কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন। শিগগিরই প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) ওই প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বৈঠক শেষে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা কালের কণ্ঠকে এ তথ্য জানান।
গত ৯ জানুয়ারি সর্বশেষ নিকার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কুমিল্লা জেলায় লালমাই উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। লালমাই হচ্ছে দেশের ৪৯১তম উপজেলা।
সেই হিসাবে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং মাদারীপুরের ডাসার হবে ৪৯২ ও ৪৯৩তম উপজেলা।
গত নিকার বৈঠকে লালমাই উপজেলা গঠন ছাড়াও পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানি করা হয়েছে। ২০০২ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামানুসারে জিয়ানগর উপজেলার নামকরণ করা হয়েছিল।
সুত্র- দৈনিক কালের কন্ঠ