সামিউল ইসলাম, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ বাহুবলের পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় বর্ষবরণ ১৪২৪ বাংলা উদযাপিত হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার সকাল ৯টায় শুরু হওয়া এ আয়োজনে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, বাঙ্গালীর চিরচেনা ধামাইল, আনন্দনৃত্য, পান্তা ভাতের উৎস ও আলোচনা সভা। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হোসেন আলী মায়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সমরেশ ভট্টাচার্যের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল আলম, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হারুন অর রশিদ, সদস্য সামিউল ইসলাম, ইউপি সদস্য মোঃ ফরিদ মিয়া, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আলী বাচ্চু, সহকারি শিক্ষক আব্দুল হক, মোঃ আরজু মিয়া, শান্তনা রাণী দেব প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক স্তরে বাহুবল উপজেলার মধ্যে সেরা শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান সকল জাতীয় দিবস ও অনুষ্ঠান আয়োজন করে থাকে। এ বছর প্রতিষ্ঠানটি শিক্ষা সফরের আয়োজন করেছে। প্রাথমিক স্তরে শিক্ষা সফরের আয়োজনে উক্ত প্রতিষ্ঠানই প্রথম। প্রাথমিক সমাপনী পরীক্ষার রেজাল্টেও প্রতিষ্ঠানটি বিগত কয়েক বছর ধরে উপজেলায় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।
এছাড়াও প্রাথমিক সমাপনীর ফলাফলের ভিত্তিতে ঘোষিত ফলাফল অনুযায়ী এ বছরের বৃত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়দের মধ্যে উপজেলার সর্বোচ্চ ৯টি বৃত্তি পেয়ে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।