ফখরুল আলম, বিশেষ প্রতিনিধি যুক্তরাজ্যে থেকে:- মাতৃভুমির ভালবাসা আর দেশের উন্নয়নের লক্ষ্যে র্দীঘ এক যুগের ও বেশী সময় ধরে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে যুক্তরজ্যেস্থ চৌধুরী ফ্যামেলী এসোসিয়েশন তালবাড়ী ইউ.কে।
মানব সেবাই আমাদের ধর্ম , এই স্লোগান নিয়ে বাংলাদেশের ঐতিয্যবাহী কানাইঘাট এলাকার হতদরিদ্র মানুষের পাশে দাড়াঁনোর প্রত্যয় নিয়ে মঙ্গলবার বৃটেনের বিভিন্ন শহর থেকে আসা প্রবাসী চৌধুরী ফেমেলী এসোসিয়েশন তাল বাড়ী বাসীর স্বত:স্ফুর্ত অংশ গ্রহনে নর্থ উইচ শহরের একটি হলে অনুষ্টিত হয় দ্বিবার্ষিক সাধারন সভা।
এতে সগঠনের সভাপতি সাব্বির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফসর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টান শুরুর প্রধমেই পবিত্র কোরান থেকে তেরাওয়াত করেন গুলজার চৌধূরী।
ব্রিটেনের বিভিন্ন স্থান থেকে আগত চৌধুরী এসোসিয়েনের সদস্যরা আমন্ত্রিত অতিথিদের কে ফুলেল শুভেচ্ছা জানান।
সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে সাধারণ সম্পাদক বিগত মেয়াদের এসোসিয়েনের বিভিন্ন কার্য্যক্রমের বর্ননা উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন এবং কোষাধ্যক্ষ সমিতির আয় ব্যায়ের হিসাব পেশ করেন ।
সভায় অন্যান্যদের মধ্যেবক্তব্য রাখেন এসোসিয়েনের সহ সভাপতি শাহিন চৌধুরী, হুসেন চৌধুরী, ফারুক চৌধুরী, জাহিদ চৌধুরী, সুহেল চৌধুরী, কায়ছার চৌধুরী,সাংবাদিক ফখরুল আলম,অভিনেতা নুর আফছার প্রমুখ।
চৌধুরী ফ্যামেলী এসোসিয়েশন তালবাড়ী ইউ.কে এর আয়োজনে একযুগ পূর্তি উপলক্ষে বার্ষিক সভায় স্বপরিবারে উপস্থিত ছিলেন সদস্যরা। ছোট্ট শিশুরা দিনভর মাউন্সি ক্যাসেলে খেলাধুলা আর তাদের পরিবারের সদস্যদের নিয়ে বেশ আনন্দে দিনটি পার করেছেন তারা।