মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক সমাপনীর ফলাফলের ভিত্তিতে গতবারের মতো এবারও ৮২ হাজার ৫০০ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৩৩ হাজার ট্যলেন্টপুলে এবং ৪৯ হাজার ৫০০ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার গতকাল মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী বাহুবল উপজেলায় মোট ১১১ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৬৬ জন ট্যলেন্টপুলে এবং ৪৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। উপজেলার মধ্যে সর্বোচ্চ ৩২টি বৃত্তি পেয়ে সানশাইন প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল প্রথম স্থান ও ৯টি বৃত্তি পেয়ে পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান হয়েছে।
উল্লেখ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবারও সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।
ফলাফল ঘোষণা করতে গিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেন ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ২২৫ টাকা করে দেওয়া হয়। ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তিন বছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বৃত্তির টাকা পাবেন। আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার জন্য আলাদা পরীক্ষা নেয়া হত। ২০১০ সালে ক্ষুদে শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা চালুর পর এই পরীক্ষার উত্তীর্ণদের মধ্য থেকে উপজেলা ভিত্তিক বৃত্তি দেয়া হচ্ছে।