চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৬ সালেরর সমাপনী পক্ষিায় অংশ গ্রহন করে জাকিয়া ফারহানা লিভা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে চুনারুঘাট পৌর শহরের হাতুন্ডা গ্রামের মো আব্দুল হান্নানের মেয়ে। লিভার তার এ ফলাফলে স্কুলের শিক্ষক/শিক্ষিকা, মা-বাবাসহ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। লিভা বড় হয়ে ডাক্তার হতে চায়। সে সকলের নিকট দোয়া প্রার্থী।