চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের হাকাজুরা গ্রামের মরম আলীর পুত্র সৈয়দ আলী (২৫) কে পূর্ব শত্র“তার জের ধরে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করেছে একদল দুর্বৃত্তরা।
জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে হাকাজুরা গ্রামের পূর্ব দিকে রাস্তায় সৈয়দ আলীকে একা পেয়ে গতিরোধ করে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আহত সৈয়দ আলীর আর্ত চিৎকারে স্থানীয় এলাকাবাসীরা সৈয়দ আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সৈয়দ আলী জানায়, তার ৫০ টাকা পাওনা খুজতে যাইয়া প্রতিবাদ করলে এ সময় উত্তেজিত হয়ে হাতে থাকা দা দিয়ে সৈয়দ আলীর সাথে মাখন মিয়ার কথা কাটাকাটি হলে ক্ষিপ্ত হয়ে মাখন মিয়া হাতে থাকা দা দিয়ে সৈয়দ আলীর মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। উপজেলার রাণীগাঁও ইউনিয়নের হাকাজুরা গ্রামের নূর মিয়ার পুত্র মাখন মিয়া (৩০) । এ ব্যাপারে আহত সৈয়দ আলী’র পিতা মরম আলী বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।